• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হজ ফ্লাইটে কোনো সংকট নেই


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৫, ২০১৭, ০৪:০৩ পিএম
হজ ফ্লাইটে কোনো সংকট নেই

ঢাকা: যাত্রীর অভাবে বিমান বাংলাদেশ এবং সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের ২৭টি ফ্লাইট বাতিল হলেও এখন আর কোনো সংকট নেই বলে দাবি করেছেন হজ পরিচালক সাইফুল ইসলাম। মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে আশকোনা হজ অফিসে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন।

মঙ্গলবার পর্যন্ত ১ লাখ ১৫ হাজার ৬৫১ জনের ডিও ইস্যু করা হয়েছে জানিয়ে সাইফুল ইসলাম বলেন, এখন পাসপোর্ট সাবমিট করেনি ১০-১২ হাজারের মত। তবে হাতে এখনও সময় আছে, সব ঠিক হয়ে যাবে।

তিনি বলেন, আজকে বিমানের ৬টি এবং সৌদি এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট লোড যাচ্ছে। কোনো ফ্লাইট বাতিল হয়নি। এখন আর কোনো সংকট নেই। 

সোমবার পর্যন্ত ১৬টি এজেন্সি একটি যাত্রীও সৌদি আরব পাঠায়নি। তাদের বিষয়ে কি ব্যবস্থা নেয়া হয়েছে জানতে চাইলে সাইফুল ইসলাম বলেন, আজকে ওই সংখ্যা ১৬ থেকে নেমে ২ এ দাঁড়িয়েছে। তবে কোন দু’টি এজেন্সি এখনো যাত্রী পাঠায়নি তাদের নাম বলতে রাজি হননি হজ পরিচালক।

তিনি বলেন, আমরা তাদের মনিটরিং এ রেখেছি। এমনও হতে পারে তারা আজকেই যাত্রী পাঠাবে। তবে তারা ব্যর্থ হলে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে হজ অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত ১৫ হাজার ৫৯৯ জন হজযাত্রীর ভিসা হয়নি।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!