• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হজ্ব চুক্তি করতে সৌদি যাবেন ধর্মমন্ত্রী ও সচিব


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৪, ২০১৭, ০৩:৫৩ পিএম
হজ্ব চুক্তি করতে সৌদি যাবেন ধর্মমন্ত্রী ও সচিব

ঢাকা : সৌদি সরকারের সঙ্গে চলতি বছরের দ্বিপাক্ষিক হজ্ব চুক্তি করতে আগামী ২৯ জানুয়ারি সৌদি আরব যাচ্ছেন ধর্মমন্ত্রী ও ধর্মসচিবের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি ও কারিগরি দল। 

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও ধর্মসচিব আবদুল জলিলের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্যরা হলেন- যুগ্মসচিব হাফিজউদ্দিন, ধর্মমন্ত্রীর ব্যক্তিগত সহকারি ডা.  আবুল কালাম আজাদ, ব্যক্তিগত অফিসার  আবু সাইদ, ধর্মসচিবের ব্যক্তিগত সহকারি গোলাম মাওলা, বিজনেস অটোমেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম ও ধর্ম মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার নাজমুল হাসান।

এ প্রতিনিধি দলে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতও অন্তর্ভুক্ত হবেন। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিনিধি দলে ধর্মমন্ত্রী ও ধর্মসচিবের সঙ্গে তাদের পরিবারের কয়েকজন সদস্যও সৌদি আরব যাচ্ছেন।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!