• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হত্যা মামলায় নারীসহ ৩ জনের মৃত্যুদণ্ড


কুমিল্লা প্রতিনিধি মার্চ ২২, ২০১৭, ০৭:১১ পিএম
হত্যা মামলায় নারীসহ ৩ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লা: কুমিল্লায় প্রবাসী শামসুল হুদা হত্যা মামলায় এক নারীসহ ৩ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার (২২ মার্চ) অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক নূর নাহার বেগম শিউলী এ আদেশ দেন ।

দণ্ডপ্রাপ্তরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার মনিকপুর গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে পলাতক শিপন মজুমদার ওরফে রিপন, একই উপজেলার আটগ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে সাহাবুদ্দিন এবং নগরীর চাঁনপুর বউ বাজার এলাকার মো. খোকন মিয়ার স্ত্রী তাসলিমা ওরফে সালমা।

মামলার বিবরণে জানা যায়, প্রবাসী শামসুল হুদার কাছে মোবাইল ফোনে আসামিরা আড়াই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় ২০১৩ সালের ১২ ডিসেম্বর কুমিল্লা হাউজিং স্টেটের একটি বাড়িতে তাকে গ্রিলের সঙ্গে হাত-পা বেঁধে মুখে স্কচটেপ প্যাঁচিয়ে গলা কেটে হত্যা করে।

এ ঘটনায় শামসুলের বড়ভাই মো. জসিম বাদী ওই বছরের ১৬ ডিসেম্বর কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই জসিম উদ্দিন মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে নগরীর চাঁনপুর বউ বাজার এলাকার খোকন মিয়ার স্ত্রী তাসলিমা ওরফে সালমাকে আটক করে। পরে তার দেয়া তথ্য মতে, চৌদ্দগ্রাম উপজেলার মনিকপুর গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে শিপন মজুমদার রিপন ও আটগ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে সাহাবুদ্দিনকে আটক করা হয়।

এ ঘটনায় ২০১৪ সনের ১০ মে আসামিদের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। ১৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আটক তিন জনসহ পলাতক আসামি শিপন মজুমদারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন আদালত।

শামসুল হুদা প্রকাশ শামসু’ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার লতিফ শিকদার গ্রামের মৃত পেয়ার আহম্মেদের ছেলে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!