• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হত্যার অভিযোগে ৪ পুলিশসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা


আদালত প্রতিবেদক জুলাই ১৮, ২০১৭, ০৫:২১ পিএম
হত্যার অভিযোগে ৪ পুলিশসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

ঢাকা: রাজধানীর অদূরে সাভারে ইসমাইল নামে একব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগে চার পুলিশসহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাভারের শ্যামপুর গ্রামের নিহত ইসমাইলের স্ত্রী মোছা. লিমা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান মামলাটি এজহার হিসেবে গ্রহণ করার জন্য সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

মামলার আসামি চার পুলিশ সদস্য হলো- সাভার মডেল থানার বিরুলিয়া ক্যাম্পের পরিদর্শক তরিকুল ইসলাম, কনস্টেবল বাবুল, মো. মহসিন ও মো. শামিম।

মামলার বিবরণে লিমা উল্লেখ করেন, গত ৮ জুন রাত সাড়ে ১০টায় আসামিরা তার স্বামী ইসমাইলকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তিনি জানতে পারেন তার স্বামীকে গুলি করে মেরে ফেলা হয়েছে। এ বিষয়ে তিনি আসামিদের জিজ্ঞাসা করলে তারা কোনো জবাব দেয়নি। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ লাশ দেখতে পান।

লিমা জানান, তার স্বামী একজন ফুল ব্যবসায়ী ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!