• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে কৃষক হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড


হবিগঞ্জ প্রতিনিধি অক্টোবর ২৫, ২০১৬, ০২:৫৩ পিএম
হবিগঞ্জে কৃষক হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বোয়ালজুড় গ্রামের কৃষক মোক্তাদির আলী হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড ও ২৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০২ সালের ২০ ফেব্রুয়ারি গরুতে জমির ধান খাওয়ানো নিয়ে বিরোধে বোয়ালজুড় গ্রামের মছদ্দর আলীর ছেলে মোক্তাদির আলীকে (২৪) হত্যা করা হয়। ওই দিন মোক্তাদির আলীর ভাই মোশাহিদ আলী নবীগঞ্জ থানায় মামলা করেন।

সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক জেলার নবীগঞ্জ উপজেলার দিঘলবাগ ইউনিয়নের বোয়ালজুড় গ্রামের আনিছ মিয়া, একই গ্রামের ফরাশ মিয়া, জমশেদ মিয়া, বজলু মিয়া ও নুর ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

মামলায় আরো ২৭ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়। রায় ঘোষণার সময় আনিছ ও ফরাস আদালতে উপস্থিত ছিলেন।

সরকারপক্ষে মামলা পরিচালনা করেন পিপি সিরাজুল হক চৌধুরী ও অতিরিক্ত পিপি ছালেহ আহমেদ।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!