• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার উপরে


হবিগঞ্জ প্রতিনিধি নভেম্বর ৮, ২০১৬, ০৩:০৪ পিএম
হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার উপরে

টানা কয়েকদিনের পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদসীমার ১শ’৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দু’পাড়ের ফসলি জমি ও গাছপালা তলিয়ে গিয়ে খোয়াই নদীতে এখন প্রবল স্রোত বইছে।

সোমবার (৭ নভেম্বর) রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, হবিগঞ্জ শহরের উপর দিয়ে বয়ে যাওয়া খোয়াই নদীর পানি বেড়ে দু’পাড়ের ময়লা-আবর্জনা স্রোতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আশপাশের কলা গাছ বাগান ও ফসলি জমি তলিয়ে গেছে। নদীর পানির প্রভাব দেখতে দু’পাশে শতশত জনতার ভিড় জমেছে। স্থানীয় সচেতন মহলের ধারণা, প্রবল বৃষ্টিপাতে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও নিম্নচাপের কারণে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে এভাবে পানি বৃদ্ধি পেলে শহরের নিম্নাঞ্চলগুলো তলিয়ে যাবে বলে আশঙ্কা করছেন তারা।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী মো. পাভেল জানান, নিম্নচাপের প্রভাবে খোয়াই নদীর পানি বেড়ে সোমবার রাত ১০টা পর্যন্ত বিপদসীমার ১শ’ ৪০ সেন্টিমিটার অর্থাৎ ১.৪ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্ত দিয়ে পানি কমার সম্ভাবনা রয়েছে।

তিনি আরো জানান, খোয়াই নদীর পানি বৃদ্ধির বিষয়টি হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে। যেকোন পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!