• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে জঙ্গি তৎপরতার অভিযোগে আটক ৫


হবিগঞ্জ প্রতিনিধি ডিসেম্বর ১১, ২০১৭, ০৫:৪৯ পিএম
হবিগঞ্জে জঙ্গি তৎপরতার অভিযোগে আটক ৫

হবিগঞ্জ: জঙ্গি তৎপরতার অভিযোগে হবিগঞ্জ থেকে ৫ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার নারায়ণপুর এলাকায় গোপন বৈঠকের সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সদর উপজেলা জামায়াতের সভাপতি হাজী আব্দুল কদ্দুছ (৫০), নারায়নপুর বাজারের টেইলার্স ব্যবসায়ী আবুল কালাম (৫০), নারায়নপুর বাজারের আল মদিনা ক্লথ স্টোরের মালিক আব্দুর নুর (৪৫), আনন্দপুর গ্রামের নজরুল ইসলাম (৪৫) ও দীঘলবাগ পয়েন্ট বাজারের ফার্মেসী ব্যবসায়ী রুহুল আমীন (২৮)।

সোমবার দুপুরে র‌্যাব কার্যালয় থেকে পাঠানো সিলেট র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার সন্ধ্যায় র‌্যাব সিলেটে-৯ সদস্যরা নারায়ণপুর এলাকায় অভিযান চালিয়। এ সময় গোপন বৈঠক চলাকালে তাদের কার্যালয় থেকে ৫ জনকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে জঙ্গি মামলা দিয়ে সোমবার সকালে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!