• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

হবিগঞ্জে দুপক্ষে সংঘর্ষ, নারীসহ আহত ৭০


হবিগঞ্জ প্রতিনিধি জুন ২৩, ২০১৭, ১০:০৭ পিএম
হবিগঞ্জে দুপক্ষে সংঘর্ষ, নারীসহ আহত ৭০

ফাইল ফটো

হবিগঞ্জ: জেলার বানিয়াচং উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৭০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৩ জুন) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুত্বর অবস্থায় ৫০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুই জনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তর সাংঙ্গর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান জালাল খন্দকার ও নূরুল হোদার মধ্যে বিরোধ চলে আসছিল। ইতিমধ্যে উভয়ের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। তাদের মধ্যে মামলা মোকদ্দমাও চলছে।

শুক্রবার বিকেলে পূর্ব বিরোধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের নারীসহ অন্তত ৭০ জন আহত হয়।
আশঙ্কাজনক অবস্থায় নারীসহ দুই জনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের প্রাথমকি চিকিৎসা দেয়া হয়েছে। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!