• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হলি আর্টিজানে হামলা: প্রতিবেদন দাখিল ফের পেছাল


আদালত প্রতিবেদক আগস্ট ২৮, ২০১৭, ০১:৫৬ পিএম
হলি আর্টিজানে হামলা: প্রতিবেদন দাখিল ফের পেছাল

ঢাকা : রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ ফের পেছানো হয়েছে। প্রতিবেদন জমা দেয়ার জন্য আগামী ১০ অক্টোবর নতুন তারিখ ধার্য করেছেন আদালত।

রোববার (২৭ আগস্ট) এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য ছিল। কিন্তু  মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির প্রতিবেদন না দিয়ে সময়ের আবেদন করলে ঢাকার মহানগর হাকিম নূর নাহার ইয়াসমিন ১০ অক্টোবর নতুন তারিখ ঠিক করে দেন।

আলোচিত এ মামলার তদন্ত প্রতিবেদন দেয়ার তারিখ এ নিয়ে নবমবারের মত পেছানো হল বলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই ফরিদ মিয়া জানান।

২০১৬ সালের ১ জুলাই রাতে কূটনীতিক পাড়া গুলিশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। তাদের ঠেকাতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তাও নিহত হন।

ওই ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইন, হত্যাকাণ্ড ও তথ্য গোপনের অভিযোগে তিনটি মামলা করে পুলিশ। গুলশান হামলার বর্ষপূর্তির সময় তদন্তকারীরা বলেছিলেন, কয়েকজন সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার না হওয়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্ত আটকে আছে।

এরপর গত ৮ জুলাই চাঁপাইনবাবগঞ্জে নব্য জেএমবির অন্যতম শীর্ষ নেতা সোহেল মাহফুজ গ্রেফতার হওয়ার পর কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তারা বলেন, সোহেলই গুলশান হামলার গ্রেনেড সরবরাহ করেছিলেন।

সোহেল মাহফুজ জিজ্ঞাসাবাদে ‘অনেক তথ্য দিয়েছে’ জানিয়ে গত ১৯ জুলাই ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছিলেন শিগগিরই এ মামলার অভিযোগপত্র দেয়া সম্ভব হবে বলে তারা আশা করছেন।

আদালত সূত্র জানায়, মামলায় এখন পর্যন্ত পাঁচজন গ্রেফতার হয়ে কারাগারে আছেন। তারা হলেন - নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম, নব্য জেএমবির মিজানুর রহমান ওরফে বড় মিজান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাকিবুল হাসান ওরফে রিগ্যান ও সোহেল মাহফুজ।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!