• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হলি আর্টিজানে হামলার প্রতিবেদন ১০ এপ্রিল


আদালত প্রতিবেদক মার্চ ৬, ২০১৮, ০৩:১৫ পিএম
হলি আর্টিজানে হামলার প্রতিবেদন ১০ এপ্রিল

ঢাকা: আগামী ১০ এপ্রিল রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

মঙ্গলবার (৬ মার্চ) প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও পুলিশ তা দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম নুর নাহার ইয়াসমিন নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলাটিতে হামলার মূল সমন্বয়ক তামিম চৌধুরীর সহযোগী আসলাম হোসেন ওরফে রাশেদ, নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরক শাখার প্রধান মিজানুর রহমান ওরফে বড় মিজান,

নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত করিম, জঙ্গি রাকিবুল হাসান রিগ্যান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে রাজীব গান্ধী, হামলার অন্যতম পরিকল্পনাকারী আব্দুস সবুর খান (হাসান) ওরফে সোহেল মাহফুজ বর্তমানে কারাগারে রয়েছেন।

মামলাটিতে বর্তমানে কাউন্টার টেররিজম বিভাগের পরিদর্শক হুমায়ূন কবির তদন্ত করছেন।

২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

এর আগে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশের ওপর গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। এতে ডিবি পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন নিহত হন। পরে যৌথবাহিনী অভিযান চালিয়ে সেখান থেকে ১৩ জনকে জীবিত উদ্ধার করে। অভিযানে ছয় জঙ্গি নিহত হয়।


সোনালীনিউজ/জেডআরসি/আকন

Wordbridge School
Link copied!