• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হলুদ সাংবাদিকতা থেকে গণমাধ্যমকে রক্ষা করতে হবে


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২১, ২০১৮, ০৭:০১ পিএম
হলুদ সাংবাদিকতা থেকে গণমাধ্যমকে রক্ষা করতে হবে

ঢাকা: গণমাধ্যমকর্মীদের দমাতে নয় সাইবার অপরাধীদের আটকানোর জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রোববার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর কাকরাইলে ‘পিআইবি’ মিলনায়তনে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের তৃতীয় সম্মেলনে একথা বলেন তিনি। সৎ সাংবাদিকতা করলে ভয়ের কোনো কারণ নেই বলেও জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘সাইবার অপরাধীদের ডিজিটাল যন্ত্রপাতি দিয়ে যে অপরাধ সংঘঠিত হচ্ছে সেই অপরাধকে আটকানোর জন্য ডিজিটাল অপরাধ আইনটা বা নিরাপত্তা আইনটা আমরা তৈরি করেছি। এই আইনকে গণমাধ্যমের বিরুদ্ধে ছোড়া হয়নি। সুতরাং এই আইন নিয়ে গণমাধ্যম কর্মীদের ভয় পাওয়ার কিছু নেই।’

তিনি বলেন, ‘হলুদ সাংবাদিকতা, মিথ্যা তথ্য বা খন্ডিত তথ্য থেকে গণমাধ্যমকে রক্ষা করতে হবে। ডিজিটাল সমাজের নিরাপত্তা রক্ষার্থে সরকার এবং গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে।’


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!