• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাইতি মিশনে গেলেন ১৪০ পুলিশ সদস্য


বিশেষ প্রতিনিধি জুলাই ৮, ২০১৭, ০৪:২৫ পিএম
হাইতি মিশনে গেলেন ১৪০ পুলিশ সদস্য

ঢাকা: ব্যানএফপিইউ-৩ কন্টিনজেন্ট প্রতিস্থাপনের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্যের একটি দল জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর হাইতি মিশনে পাঠানো হলো। মঙ্গলবার (৪ জুলাই) রাতে ইউএন চার্টার ফ্লাইটে হাইতির উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে দলটি।

কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন পুলিশ সুপার মির্জা আবদুল্লাহেল বাকী। গত বুধবার পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সহেলী ফেরদৌস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সদর দফতরের এআইজি (ইউএন অ্যাফেয়ার্স) শেখ রফিকুল ইসলাম এবং অন্যান্য পুলিশ কর্মকর্তারা মিশনগামী সদস্যদের বিমানবন্দরে বিদায় জানান।

এর আগে অতিরিক্ত আইজিপি মইনুর রহমান চৌধুরী মিশনগামী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ব্রিফিং দেন।

তিনি মিশনে নিয়োজিত থাকাকালে দেশ এবং পুলিশের মর্যাদা অক্ষুন্ন রেখে পেশাদারিত্বের সাথে দায়িত্বপালনে সচেষ্ট থাকার আহবান জানান।

বর্তমানে দারফুর, কঙ্গো, হাইতি ও মালিসহ পৃথিবীর যুদ্ধবিধ্বস্ত ও সংঘাতপূর্ণ বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে পুলিশের এক হাজার ৩৮ জন সদস্য পেশাদারিত্ব ও সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এইচএআর

Wordbridge School
Link copied!