• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাওরবাসীর খাদ্য সংকট হবে না


নেত্রকোনা প্রতিনিধি মে ১৮, ২০১৭, ১১:৪৩ এএম
হাওরবাসীর খাদ্য সংকট হবে না

ঢাকা: নতুন ফসল না ওঠা পর্যন্ত হাওরবাসীর খাদ্য সংকট হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৮ মে) সকালে খালিয়াজুড়ি ডিগ্রী কলেজ মাঠে জনসভায় তিনি এ কথা জানান।

এর আগে সকাল ১০টা ৫ মিনিটে হেলিকপ্টারযোগে তিনি নেত্রকোনার খালিয়াজুড়ি ডিগ্রী কলেজ মাঠে জনসভায় পৌঁছান।

শেখ হাসিনা বলেন, হাওরের ফসল রক্ষা করতে নদী খনন করা হবে। নদীভাঙা মানুষকে ঘর নির্মাণসহ হাওরাঞ্চলে আবাসিক স্কুল করে দেয়া হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পানি সম্পদ মন্ত্রী আমিনুল ইসলাম, কামরুল ইসলাম, স্থানীয় সাংসদ রেবেকা মমিন।

এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান খান, সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু ও জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায় প্রমুখ।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!