• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হাজারীবাগে ১৫৪ ট্যানারিকে ৩০ কোটি টাকা জরিমানা


নিজস্ব প্রতিবেদক মার্চ ২, ২০১৭, ০২:১৩ পিএম
হাজারীবাগে ১৫৪ ট্যানারিকে ৩০ কোটি টাকা জরিমানা

ঢাকা: রাজধানীর হাজারীবাগ এলাকায় অবস্থিত ১৫৪টি ট্যানারি প্রতিষ্ঠানকে ৩০ কোটি ৮৫ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে এই অর্থ জমা না দিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। আদালতে আবেদনকারীদের পক্ষে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরশেদ।

এ বিষয়ে জানতে চাইলে মনজিল মোরশেদ সাংবাদিকদের বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, ১৫৪ ট্যানারির মালিককে হাজারীবাগ এলাকায় থাকতে হলে প্রতিদিন ১০ হাজার টাকা জরিমানা দিতে বলা হয়েছিল। গত বছরের আগস্ট পর্যন্ত এসব প্রতিষ্ঠান রাষ্ট্রীয় কোষাগারে অর্থ জমা দিলেও এর পরবর্তী সময়ে তারা ধারাবাহিকতা রাখেনি। বিষয়টি আদালতের নজরে আনার পর শিল্প মন্ত্রণালয়ের সচিবকে তলব করেন হাইকোর্ট।

গত ১৩ ফেব্রুয়ারি শিল্পসচিব হাজির হলে আদালত যেসব প্রতিষ্ঠানের মালিক টাকা দিচ্ছেন না, তাঁদের তালিকা দিতে বলেন। সে অনুযায়ী গতকাল আদালতে তালিকা জমা দেওয়া হয়। আজ আদালত ১৫৪টি প্রতিষ্ঠানকে উল্লিখিত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে বলেন।

এর আগে গত বছরের ১৮ জুলাই আপিল বিভাগ ১৫৪টি প্রতিষ্ঠানকে সাভারের হেমায়েতপুরে স্থানান্তরের নির্দেশ দেন। স্থানান্তর না হওয়া পর্যন্ত প্রতিদিন ১০ হাজার টাকা জরিমানা গুনতে হবে বলে রায়ে বলা হয়।

উল্লেখ্য, এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০১ সালে ট্যানারি শিল্প হাজারীবাগ থেকে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই আদেশ বাস্তবায়ন না হওয়ায় ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারির মধ্যে হাজারীবাগের ট্যানারি শিল্প অন্যত্র সরিয়ে নিতে ২০০৯ সালের ২৩ জুন হাইকোর্ট ফের নির্দেশ দেন। সরকার পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে পরে ওই সময়সীমা কয়েক দফা বাড়িয়ে ২০১১ সালের ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়। কিন্তু এ সময়ের মধ্যেও স্থানান্তর না হওয়ায় পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আদালত অবমাননার মামলা করেন মনজিল মোরশেদ।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!