• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাত ধরায় দুই শিক্ষার্থীকে মারধর, ৩ ছাত্রলীগ কর্মী বহিষ্কার


ঢাবি প্রতিনিধি জুলাই ১৫, ২০১৮, ১০:০৯ পিএম
হাত ধরায় দুই শিক্ষার্থীকে মারধর, ৩ ছাত্রলীগ কর্মী বহিষ্কার

ঢাবি: ক্যাম্পাসে হাত ধরে চলার কারণে এক ছাত্র ও ছাত্রীকে পিটিয়ে আহত করেছেন ছাত্রলীগের কর্মীরা। এ ঘটনায় ঢাবির তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (১৫ জুলাই) বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন প্রক্টর এ কে এম গোলাম রব্বানী।

বহিষ্কৃতরা হলেন- উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সিফাতউল্লাহ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মোহাম্মদ আল ইমরান, আধুনিক ভাষা ইনস্টিটিউটের মাহমুদুর রহমান। তিনজনই প্রথম বর্ষের ছাত্র। তারা মাস্টার দা সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী।

প্রক্টর বলেন, সিসিটিভি ফুটেজ, গণমাধ্যমের খবর এবং ভুক্তভোগী শিক্ষার্থীদের তথ্যের ভিত্তিতে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। তিন দিনের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন দেবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, শনিবার (১৪ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে এক ছাত্র ও ছাত্রীকে পিটিয়ে আহত করেছেন ছাত্রলীগের কর্মীরা। হামলাকারীদের শনাক্ত করতে ভুক্তভোগী দুই শিক্ষার্থী সূর্যসেন হলে গেলে সেখানেও তাদের দ্বিতীয় দফায় পেটানো হয়। এ ঘটনায় প্রক্টর বরাবর অভিযোগ করে ভুক্তভোগী ও তাদের সহপাঠীরা।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!