• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হাতিয়ায় অস্ত্রের মুখে তিন গ্রাম পুলিশ অপহরণ


নেত্রকোনা প্রতিনিধি আগস্ট ২৫, ২০১৬, ০৩:১৮ পিএম
হাতিয়ায় অস্ত্রের মুখে তিন গ্রাম পুলিশ অপহরণ

নোয়াখালীর হাতিয়ায় অস্ত্রের মুখে তিন গ্রাম পুলিশকে তুলে নিয়ে গেছে দস্যুরা। আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) হাতিয়া-রামগতির সীমানা এলাকায় থেকে তাদের তুলে নিয়ে যায় দস্যুরা। তারা হলেন- হরনি ইউনিয়নের সোলেমান বাজার গ্রামের আলমগীর হোসেন (২৫), শরীয়তপুর গ্রামের আব্দুজ জাহের (২৮) ও কাজিরটেক গ্রামের সাগর (২৬)।

পুলিশ ও স্থানীয়রা জানান, গ্রাম পুলিশরা গতকাল এক দস্যুকে আটক করে থানায় নিয়ে আসে। এ কারণে তারা ক্ষুব্ধ ছিল। সে ক্ষোভ থেকে গ্রাম পুলিশরা নোটিশ নিয়ে বৃহস্পতিবার মোটরসাইকেলে পাশের গ্রামে যাওয়ার সময় মাইনুদ্দিন বাজারসংলগ্ন এলাকা থেকে চরগাছিয়া ইউনিয়নের দস্যুরা অস্ত্রের মুখে তাদের তুলে নিয়ে যায়।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন জানান, হাতিয়া আর রামগতির মধ্যে সীমানা বিরোধ রয়েছে। এ কারণে হয়ত সীমানা এলাকায় টহলরত গ্রাম পুলিশদের কোনো গোষ্ঠী তুলে নিয়ে যেতে পারে।

তিনি জানান, বিষয়টি নিয়ে সিনিয়র অফিসাররা লক্ষ্মীপুরের সিনিয়র অফিসারদের সঙ্গে যোগাযোগ করেছেন। আশা করছি, শিগগিরই তাদের উদ্ধার করা সম্ভব হবে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!