• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হাতিয়ায় দুপক্ষে সংঘর্ষ, শিশুসহ আহত ১৫


নোয়াখালী প্রতিনিধি ডিসেম্বর ১১, ২০১৭, ১০:৫৭ পিএম
হাতিয়ায় দুপক্ষে সংঘর্ষ, শিশুসহ আহত ১৫

প্রতীকী ছবি

নোয়াখালী: জেলার বিচ্ছিন্নদ্বীপ উপজেলা হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের পূর্ব জোড়খালী গ্রামে সম্পত্তি বিরোধের জের ধরে বিবাদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (১১ ডিসেম্বর) সকালে ইউনিয়নের পূর্ব জোড়খালী গ্রামে পল্লী চিকিৎসক রিয়াজ উদ্দিনের বাড়িতে ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সংঘর্ষে আহতরা হচ্ছে- রোকসানা বেগম (৩৫), রিয়া বেগম (১২), রুমি বেগম (২৯), পল্লী চিকিৎসক মো. রিয়াজ উদ্দিন (৩৬), নুর উদ্দিন (৫০), মো. মহি উদ্দিন (৪৬), মো. অলি উদ্দিন (৪০), রহিম উদ্দিন (৩২), মো. আবুল কাশেম (৬৫), মো. আব্দুর রহমান (৩৫), মো. নিজাম উদ্দিন (৩০), মো. আবু তাহেরসহ (৪৫)।

স্থানীয়রা জানায়, উপজেলার তমরদ্দি ইউনিয়নের পূর্ব জোড়খালী গ্রামের মো. নাছির উদ্দিনের সঙ্গে একই বাড়ির আবুল কাশেমদের দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে কয়েকবার গ্রাম পর্যায়ে ও হাতিয়া থানায় সালিশ বৈঠকও হয়। বৈঠকে সালিশদাররা সিদ্ধান্ত দেন জায়গার মালিক মো. নাছির উদ্দিন। সোমবার সকালে মো. নাছির উদ্দিনের বড় ছেলে পল্লী চিকিৎসক মো. রিয়াজ উদ্দিন পুকুরে মাছ ধরতে গেলে একই বাড়ির মো. আবুল কাশেম তাতে বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে আবুল কাশেম প্রতিপক্ষ রিয়াজ উদ্দিনকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এসময় রিয়াজের চিৎকারে বাড়ির অন্য লোকজন ছুটে এলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। সংঘর্ষে পল্লী চিকিৎসক রিয়াজ উদ্দিনসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়।

এসময় স্থানীয়রা গুরুত্বর আহত ১২ জনকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এদের মধ্যে রিয়াজ উদ্দিন ও নুর উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

হাতিয়া থানার ওসি মো. কামরুজ্জামান শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতদের উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!