• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাথুরুকে কী আনতে বলেছেন ইমরুল?


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ১৫, ২০১৭, ১১:১১ এএম
হাথুরুকে কী আনতে বলেছেন ইমরুল?

ঢাকা: গত কদিন ধরে একটি প্রশ্ন ঘুরেফিরে জাতীয় দলের ক্রিকেটারদের সবাইকে করা হচ্ছে। সেটি হলো, কোচ চন্ডিকা হাথুরুসিংহের পদত্যাগে প্রতিক্রিয়া কী? কুমিল্লাকে জিতিয়ে মঙ্গলবার (১৪ নভেম্বর) সংবাদ সম্মেলনে এসেছিলেন বাঁ-হাতী ওপেনার ইমরুল কায়েস। তার দিকেও ছুরে দেওয়া হলো একই প্রশ্ন। কোচের বিদায়ে তার প্রতিক্রিয়া কী? 

কিন্তু এই প্রশ্নে ইমরুলের কথা শুনে উপস্থিত সাংবাদিকদের সবাই হেসেছেন, ‘আমি তো কোচকে একটা জিনিস আনার কথা বলেছিলাম। আমি এ কারণে হতাশ, আমার জিনিসটা আসবে কি না...।’ 

তা কোচকে কি আনতে বলেছিলেন ইমরুল? হাসতে হাসতে বললেন, ‘ক্রিকেটের একটা “জিনিস” আনার জন্য বলছিলাম। উনি যদি না আসেন (বাংলাদেশে), আমার জিনিস তো মিস হয়ে যাবে! দেখি ওনাকে বার্তা পাঠাব।’ 

পরে ইমরুল জানিয়েছেন সেই একটা জিনিস আসলে ‘থাই প্যাড’। আগামী দু-একদিনের মধ্যেই ঢাকায় আসার কথা রয়েছে হাথুরুর। শোনা যাচ্ছে, এখন তিনি কলম্বোয় অবস্থান করছেন। 

সংবাদ সম্মেলনে ইমরুলের সরেস কথাবার্তাই বুঝিয়ে দেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সময়টা ভালো যাচ্ছে। গতবার এই দলটি ষষ্ঠ ম্যাচে গিয়ে প্রথম জয় পেয়েছিল। এবার চার ম্যাচের মধ্যে তিনটিতেই জিতেছে। এর রহস্য ব্যাখ্যা করতে গিয়ে ইমরুল বললেন, ‘গতবার দলে অনেক সমস্যা ছিল। সমন্বয়ের সমস্যা ছিল। কাকে খেলাবে, কাকে খেলাবে না, সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছিল। ঠিক জায়গায় ঠিক খেলোয়াড় খেলাতে পারিনি আমরা। এবার এ সমস্যাটা নেই। জানেন নিশ্চয়ই, আমাদের বোলিং আক্রমণ অনেক শক্তিশালী, ব্যাটিংটাও ভালো হচ্ছে। এ বছর আমাদের ভাবনাটা ভিন্ন। এ কারণে হয়তো ফলটা ভালো হচ্ছে।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এআই

Wordbridge School
Link copied!