• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হাথুরুসিংহের চাই সবকটি ম্যাচে জয়


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ২৪, ২০১৬, ০৬:৫৫ পিএম
হাথুরুসিংহের চাই সবকটি ম্যাচে জয়

আফগানিস্তানের বিপক্ষে সিরিজে চন্দিকা হাথুরুসিংহের চাওয়া তিনটি ম্যাচেই জয়। তবে দীর্ঘ বিরতির পর দল মাঠে নামবে বলে গুরুত্বপূর্ণ হবে প্রথম মাচ, প্রথম ঘণ্টা। শুরুর সেই অনিশ্চয়তাটুকু দ্রুত দূর করে সিরিজের সুর বেধে দিতে চান বাংলাদেশ কোচ।

প্রতিপক্ষ আফগানিস্তানকে নিয়ে যতটা শঙ্কা, বাংলাদেশ দলের কাছে তার চেয়েও বড় ভাবনা দীর্ঘদিন পর মাঠে নামা। মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কোনো ধরণের ক্রিকেট খেলেনি বাংলাদেশ। সবশেষ ওয়ানডে খেলেছে গত বছরের নভেম্বরে।

দীর্ঘ বিরতিতে পারফরম্যান্সে খানিকটা মরচে পড়াটা অস্বাভাবিক নয়। শরীরী ভাষায় থাকতে পারে খানিকটা অস্বস্তি। সময় লাগতে পারে আড়মোড়া ভাঙতে। শনিবার সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে জানালেন, শুরুর সেই বাধাগুলো জয় করতে পারলে দলের সামনের পথচলাও হবে মসৃণ।

আরেকটি জাতীয় দলের বিপক্ষে তিনটি ম্যাচ জয়েই আমাদের মূল মনোযোগ। দীর্ঘদিন ধরে মাঠে না থাকা অবশ্যই খানিকটা মাথাব্যথার কারণ। ওই অনিশ্চয়তাটুকুই আমরা জয় করতে চাই। প্রথম ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ঘণ্টা গুরুত্বপূর্ণ। শুরুটা ভালো হওয়া গুরুত্বপূর্ণ। আমাদের পূর্ণ মনোযোগ তাই প্রথম ম্যাচে।

কোচের মতে, লম্বা বিরতির পর মাঠে নেমে ভালো করতে মাঠের ক্রিকেটের চেয়ে গুরুত্বপূর্ণ মানসিক ব্যাপারগুলো।

“ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং-স্কিলের দিকগুলো নিয়ে আমাদের ভাবনা নেই। পুরো ব্যাপারটিই হলো খেলার মানসিক দিকটি-খেলাটার ভেতর ডুব দেওয়া, দেশের দর্শকের সামনে নিজেদের মেলে ধরা। দেশের শীর্ষ ২৫ ক্রিকেটারকে নিয়ে বেশ কটি অনুশীলন ম্যাচ খেলেছি আমরা। তবে আন্তর্জাতিক ক্রিকেটের আবহ তো তৈরি করা সম্ভব নয়। মানসিকভাবে থিতু হওয়াই তাই গুরুত্বপূর্ণ।”


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!