• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হাফিজের বোলিং অ্যাকশনে সমস্যা নেই


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ১, ২০১৬, ০৪:৩৪ পিএম
হাফিজের বোলিং অ্যাকশনে সমস্যা নেই

ঢাকা : ব্যাটসম্যান বলেই তিনি পরিচিত। বল হাতেও কম যান না মোহাম্মদ হাফিজ। সেই তাকে অনেকদিন বল হাতে দেখা যায়নি। এবার হাফিজের বল হাতে ছুটতেও বাধা নেই। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, হাফিজের বোলিং অ্যাকশন বৈধ। এখন থেকে তার বল করতে আর সমস্যা নেই।

গত ১৭ নভেম্বর ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন হাফিজ। সেখানে প্রতিবার বল ছোঁড়ার সময় তার হাতের কুনই ১৫ ডিগ্রির নিচেই থাকে বলে প্রমাণিত হয়েছে।

গত বছর গলে শ্রীলংকার বিপক্ষে টেস্টে হাফিজের বোলিং প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। আইসিসি তারও পর এক বছরের নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু পাকিস্তানের ঘরোয়া লিগ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিয়মিত বোলিং করলে আবার প্রশ্নের মুখে পড়ে হাফিজের বোলিং অ্যাকশন।

৫০ টেস্টে ব্যাট হাতে ৩,৪৫২ রান করার পাশাপাশি বল হাতে হাফিজ তুলে নিয়েছেন ৫২ উইকেট। ওয়ানডেতে আরও বেশি সফল তিনি। ১৭৭ ম্যাচে তার উইকেট সংখ্যা ১২৯টি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম 

Wordbridge School
Link copied!