• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হামলাকারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে : বেনজির


নিজস্ব প্রতিবেদক জুলাই ২, ২০১৬, ১২:০২ এএম
হামলাকারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে : বেনজির

রাজধানীর গুলশানের ৭৯ নম্বর রোডের একটি হোটেলের ভেতর পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন জন আহত হয়েছেন।

ঘটনা সম্পর্কে র‌্যাব মহা-পরিচালক বেনজির আহমেদ সাংবাদিকদের বলেন, ভেতরে যারা হামলাকারী যারা আছে, তাদের সঙ্গে আমরা যোগাযোগ স্থাপন করতে চাই। তাদের কি দাবি দাওয়া আছে আমরা শুনতে চাই। আমরা বিষয়টা শান্তিপূর্ণভাবে সমাধান করতে চাই। কারণ প্রতিটা জীবনই আমাদের নিকট মুল্যবান।

তিনি সাংবাদিকদের বলেন, আমরা চাই ঘটনায় আপনারাও (সাংবাদিক) আমাদের সহায়তা করবেন। গণমাধ্যমকে সতর্কতার সঙ্গে সংবাদটি পরিবেশন করতে বলেন বেনজির। জাতীয় স্বার্থে টিভি চ্যানেলগুলোকে সরাসরি সম্প্রচারে বিরত থাকতেও বলেন তিনি।

পুলিশের পক্ষ থেকে রেস্টুরেন্টটির আশপাশের নাগরিকদের নিরাপদ দুরত্বে সরে যেতে অনুরোধ করা হয়েছে। দুর্বৃত্তরা ওই হোটেলে ঢুকে অতর্কিত গুলিবর্ষণ শুরু করে বলে জানা যায়। পরবর্তীতে পুলিশের সঙ্গে তাদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!