• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হারানো সাকিবকে খুঁজে পেলেন হাথুরু


ক্রীড়া প্রতিবেদক মার্চ ১৯, ২০১৭, ১০:৩২ পিএম
হারানো সাকিবকে খুঁজে পেলেন হাথুরু

ঢাকা: গল টেস্টে পরাজয়ের পর ভিষণ ক্ষেপে গিয়েছিলেন কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। সাকিবের বোলিং সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছিলেন, এই সাকিব আর আগের সাকিব নেই। কিন্তু কী আশ্চর্য! কোচের এই মন্তব্যর পর আমূল বদলে গেলেন সাকিব।

বাংলাদেশের শততম টেস্টে জয় পেতে বল-ব্যাট দু’জায়গাতেই রাখলেন সমান অবদান তিনি।

ব্যাট হাতে সেঞ্চুরি করেছেন। তুলে নিয়েছেন ক্যারিয়ারে পঞ্চম সেঞ্চুরি। দু’ইনিংসে ৬ উইকেট। মজার ব্যাপার হল, শততম টেস্ট জয়ের পর সাকিবকে নিয়ে হাথুরু নিজের মন্তব্য বদলে ফেললেন।

তিনি বললেন,‘ ২০১০ ও ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমি ওর বোলিংয়ের ভিডিও দেখছিলাম। ও তখন অন্যরকম এক বোলার ছিল। ও আমাকে সেটা দেখিয়েছেও। ওই ভিডিও দেখার পর আমরা আলোচনা করেছি। খুব ভালোভাবে আলোচনা করেছি যে সে কোন দিকগুলো ঠিকঠাক করছে না। এই ম্যাচে ও দারুন বোলিং করেছে। বিশেষ করে ফিজ ( মোস্তাফিজুর রহমান) যখন একদিক থেকে ভালো বোলিং করছিল, সাকিব তখন রান আটকে রেখেছে।’

বোঝাই যাচ্ছে, এখন সাকিব বন্দনায় মজেছেন হাথুরু। প্রসঙ্গটি টেনে নিয়ে যাওয়া হয়েছিল সাকিবের কাছেও।

তিনি উত্তর দিলেন এভাবে,‘ সবসময় চেষ্টা করি নিজের সেরাটা দেয়ার। এটা কখনও হয় আবার কখনও হয় না। হয়ত এই ম্যাচে ভালো করেছি, বলতে পারেন এখন আগের মত বল করেছি।’

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!