• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হারে যাত্রা শুরু রুমানা-জাহানারাদের


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১২, ২০১৭, ০৮:০৫ পিএম
হারে যাত্রা শুরু রুমানা-জাহানারাদের

ঢাকা: দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৮৬ রানে হেরেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার সংগ্রহ করা ৩ উইকেটে ২৫১ রানের জবাবে ৬ উইকেটে ১৬৫ রান করতে সমর্থ হয় বাংলাদেশ।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক রুমানা আহমেদ। ব্যাট করতে নেমে উইকেটরক্ষক লিজলি লির ৮৭, আন্দ্রে স্টেইনের ৬৮ ও মিগনন ডু প্রেজের অপরাজিত ৬২ রানে ৩ উইকেটে ২৫১ রানের লড়াকু স্কোর পায় দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশের পক্ষে সালমা খাতুন ২টি ও নাহিদা আক্তার ১টি উইকেট নেন।

জবাবে ২৫২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে স্বীকৃত ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৬ উইকেটে ১৬৫ রান পর্যন্ত যেতে সমর্থ হয় বাংলাদেশ। উইকেটরক্ষক নিগার সুলতানা অপরাজিত ৫৯, অধিনায়ক রুমানা আহমেদ ৩৭, জাহানারা আলম অপরাজিত ১৫ ও ফারজানা হক ১২ রান করেন। দক্ষিণ আফ্রিকার সুনী লুস ৩টি ও নিকার্ক ২টি উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার লি।

একই ভেন্যুতে আগামী ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!