• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘ছুটির ঘণ্টা’ নির্মাতা


বিনোদন প্রতিবেদক মে ১৭, ২০১৭, ০২:১৯ পিএম
হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘ছুটির ঘণ্টা’ নির্মাতা

ঢাকা: ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত অসম্ভব জনপ্রিয় ও প্রশংসিত শিশুতোষ চলচ্চিত্র ‘ছুটির ঘন্টা’। যে সিনেমার কাহিনী আজও সিনেমা প্রেমীদের কাছে অবিস্মরণীয় হয়ে আছে। আর এই তুমুল জনপ্রিয় সিনেমার নির্মাতাই সদ্য হৃদযন্ত্রের সমস্যায় হাসপাতালে ভর্তি আছেন। 

গেল সোমবারে হার্ট অ্যাটাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন ‘ছুটির ঘণ্টা’র মতো প্রখ্যাত সিনেমা নির্মাতা আজিজুর রহমান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আছেন। 

আজিজুর রহমানের হার্ট অ্যাটাকের খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। তিনি জানান, সোমবার অসুস্থবোধ করায় হাসপাতালে ভর্তি হয়েছেন গুণী এ নির্মাতা।

আজিজুর রহমান শুধু ছুটির ঘন্টার মতোই জনপ্রিয় সিনেমাই নির্মাণ করেননি, বরং ‘অশিক্ষিত’র মতো প্রশংসনিয় সিনেমাও নির্মাণ করেন। ১৯৫৮ সালে পরিচালক এহতেশামের সহকারী হিসেবে কাজ শুরু করা এই নির্মাতার প্রথম চলচ্চিত্র ময়মনসিংহের লোককথা নিয়ে ‘সাইফুল মূলক বদিউজ্জামান’। মুক্তি পায় ১৯৬৭ সালে। এরপর একেএকে তিনি নির্মাণ করেন মাটির ঘর, স্বীকৃতি, অপরাধ, গরমিল, মায়ের আচঁল, জনতা এক্সপ্রেস উল্লেখযোগ্য। 

সোনালীনিউজ/ঢাকা/এমটিএল

Wordbridge School
Link copied!