• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হার্দিকের ব্যাটে ছয় ছক্কার স্বপ্ন দেখেন বাবা


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২৬, ২০১৭, ০২:১০ পিএম
হার্দিকের ব্যাটে ছয় ছক্কার স্বপ্ন দেখেন বাবা

ঢাকা: ভারতীয় ক্রিকেট এক সময় হাহাকার করত একজন পেস-বোলিং অলরাউন্ডার নেই দেখে। দীর্ঘ হাহাকার হার্দিক পাণ্ডে শুধু মেটাননি রীতিমতো ম্যাচ উইনারে পরিণত হয়েছেন। বল-ব্যাটে সমান পারফর্ম করে যাচ্ছেন তিনি। ব্যাট হাতে হার্দিকের বড় বড় ছক্কাগুলো সবার নজর কেড়েছে। কেমন করে মারেন এমন ছক্কা?

সংবাদ সম্মেলনে এর ব্যাখ্যা করেছেন হার্দিক নিজেই, ‘আমি কিন্তু ছোটবেলা থেকেই ছয় মেরে এসেছি। তফাৎ হলো, এখন আমি আন্তর্জাতিক পর্যায়ে শটগুলো খেলছি।’ ছেলের মধ্যে যে ম্যাচউইনার হওয়ার মশলা আছে, তা অনেক আগে থেকেই জানতেন বাবা হিমাংশু পাণ্ডে। সোমবার তিনি বলেছেন, ‘ছোট থেকে এ রকম পরিস্থিতিতে ও বহুবার ম্যাচ জিতিয়েছে। তবে সেটা ছিল ক্লাব ম্যাচ বা ঘরোয়া ক্রিকেটের ম্যাচে। আমি জানতাম ভারতকেও হার্দিক এভাবে একদিন না একদিন ম্যাচ জিতিয়ে ফিরবে। এই সিরিজে সেটাই করে দেখাচ্ছে ও।’

ছেলে হার্দিককে নিয়ে  আরো একটা স্বপ্ন দেখেন এক সময় মোটর মেকানিক হিসেবে দিন যাপন করা হিমাংশু। কী সেই স্বপ্ন? ,‘ওকে ছোটবেলা থেকে প্রচুর ছয় হাঁকাতে দেখেছি। আমার বিশ্বাস, একদিন হার্দিক ভারতের হয়ে নেমে এক ওভারে ছয়টা ছয় মারবে।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর

Wordbridge School
Link copied!