• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হার্দিকের সাফল্যের নেপথ্যে শচীন


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ১৯, ২০১৭, ১০:৫৩ পিএম
হার্দিকের সাফল্যের নেপথ্যে শচীন

ঢাকা: ভারতীয় দলে ব্যাটে-বলে সমান পারফর্ম করে চলেছেন হার্দিক পাণ্ডে। এতদিন পেস বোলিং কাম অলরাউন্ডার না থাকা নিয়ে ভারতে যে হাহাকার ছিল হার্দিক আসায় সেটি পূরণ হয়েছে। কখনো বল কখনো ব্যাট দু’জায়গাতেই নিজেকে চিনিয়েছেন তরুণ এই অলরাউন্ডার। 

নিজের এই সাফল্যের পেছনে হার্দিক কৃতিত্ব দিচ্ছেন তাঁর মুম্বাই ইন্ডিয়ান্সের মেন্টর শচীন টেন্ডুলকারকে। তাঁর কথাই না কি বদলে দিয়েছে এই অলরাউন্ডারকে। হার্দিক এনডিটিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেছেন,‘ আমার খেলা দেখে শচীন স্যার বলেছিলেন তুমি যদি এ ভাবেই খেলতে থাক, তা হলে ভারতের হয়ে খুব তাড়াতাড়ি খেলার সুযোগ পাবে। এই কথা শোনার পর আমার খেলার উদ্যম আরও বেড়ে গিয়েছিল।’ 

এর পর হার্দিক সংযোজন করেছেন, ‘শচীন স্যারের থেকে এই কথা শুনে আমার একটা কথাই মনে হয়েছিল যে যদি তিনি আমায় এ রকম বলেন, তা হলে নিশ্চয়ই আমার মধ্যে কিছু আছে। এটাই আমাকে অনেক আত্মবিশ্বাসী করে তুলেছিল।’

অনেকেই জানেন না, ক্যারিয়ারের শুরুর দিকে লেগ স্পিন করতেন হার্দিক। তবে বরোদার সাবেক কোচ এন শান্তা তাঁকে স্পিন না করে ফাস্ট বোলিং করতে বলেন। এ নিয়ে হার্দিকের ভাষ্য,‘ রাগে আমি বোলিং করাই বন্ধ করে দিয়েছিলাম। ওঁরা আমায় বোলিং করতে দিত না এবং আমি রেগেও যেতাম এ জন্য। তখন বল ছেড়ে শুধু ব্যাটিংই করতাম। কিন্তু আমি হতাশ হয়ে পড়েছিলাম বল না করতে পেরে। পরে আমি ফাস্ট বোলার হিসেবেই বোলিং শুরু করি।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!