• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হালনাগাদ হলো র‌্যাবের নিখোঁজ তালিকার


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৮, ২০১৬, ১০:৫৭ পিএম
হালনাগাদ হলো র‌্যাবের নিখোঁজ তালিকার

সারাদেশে নিখোঁজ ব্যক্তিদের তালিকা হালনাগাদ করে, ৭০ জনের নাম প্রকাশ করে একটি তালিকা প্রকাশ করেছে বাংলাদেশের পুলিশের বিশেষ বাহিনী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। সোমবার রাতে এই হালনাগাদ তালিকাটি প্রকাশ করা হয়।

র‌্যাবের কর্মকর্তারা বলছেন, একটি নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসাবেই তাদের এই হালনাগাদ তালিকা প্রকাশ। এর আগে ২০ জুলাই প্রথম দফায় ২৬১জন নিখোঁজ ব্যক্তির একটি তালিকা প্রকাশ করে র‌্যাব।

কিন্তু সেটি নিয়ে সমালোচনা হয়, কারণ এই নিখোঁজদের অর্ধেকেরও বেশি ব্যক্তিগত ও পারিবারিক বিভিন্ন কারণে বাড়ি থেকে পালিয়েছিল, এবং তারা আবার বাড়িতে ফিরে এসেছে। এর পাঁচদিন পর সংশোধন করে ৬৮ জনের নামের তালিকা প্রকাশ করা হয়। র‌্যাব জানিয়েছিল, প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে ৬৮জনের নতুন তালিকা তৈরি করা হয়। এবার ৭০ জন নিখোঁজের এই তালিকাটি প্রকাশ করা হলো।

গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁ এবং শোলাকিয়ায় ঈদের দিন সকালে জঙ্গি হামলার পর যখন জানা যায় যে, ওই ঘটনার বেশ আগে থেকেই হামলাকারীরা নিখোঁজ ছিলেন এবং অনেক পরিবারেই তরুণ সদস্যদের আকস্মিকভাবে নিখোঁজ হয়ে যাবার ঘটনা ঘটেছে- তখনই নিখোঁজদের ব্যাপারে দেশজুড়ে সবার আগ্রহ তৈরি হয়।

এই নিখোঁজ তরুণরা জিহাদি তৎপরতায় জড়িত হয়ে থাকতে পারে- এই আশঙ্কা দেখা দেয় অনেকের মনেই। এমন প্রেক্ষাপটে প্রথম নিখোঁজদের তালিকা প্রকাশ করে র‌্যাব। তবে র‌্যাবের কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজ এই ব্যক্তিদের জঙ্গি সংশ্লিষ্টতার কোনো ধরনের ইঙ্গিত তারা কখনোই করেন নি, শুধু মাত্র তারা নিখোঁজ থাকার কথাই বলেছেন।– বিবিসি

সোনালীনিউজ/ঢাকা/আকন/ এমএইউ

Wordbridge School
Link copied!