• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাসিনা-এরদোয়ানের একান্ত বৈঠক


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ২০, ২০১৭, ০৯:৫২ এএম
হাসিনা-এরদোয়ানের একান্ত বৈঠক

ফাইল ছবি

ঢাকা: রোহিঙ্গা ইস্যুসহ একাধিক বিষয়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়ে এ বৈঠক করেন। 

এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুট ক্যাভুফোগলু উপস্থিত ছিলেন।

এর আগে শেখ হাসিনা অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) কন্ট্রাক্ট গ্রুপের সঙ্গে মিটিং করেন।

জানা গেছে, বৈঠকে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলাপ হয়েছে। তবে এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান কোনো মন্তব্য করেননি।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!