• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাসিনার সঙ্গে সু চির বৈঠক


নিউজ ডেস্ক সেপ্টেম্বর ১৯, ২০১৬, ১০:৪১ পিএম
হাসিনার সঙ্গে সু চির বৈঠক

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মিয়ানমারের নেত্রী অং সান সু চির বৈঠক হয়েছে । সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে নিজ নিজ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রামী শেখ হাসিনা ও সু চিকে বৈঠকে আন্তরিকভাবে কথা বলতে দেখা যায়। 

মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকটি জাতিসংঘ সদর দফতরে হয় বলে জানিয়েছে পিআইডি।

দীর্ঘ সামরিক শাসনের অবসানের পর মিয়ানমারে গণতন্ত্র ফিরলেও সাংবিধানিক সীমাবদ্ধতার কারণে রাষ্ট্র কিংবা সরকার প্রধান হতে পারেননি সু চি। তিনি উপদেষ্টা এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

কানাডা সফর শেষে রোববারই (১৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে পৌঁছান শেখ হাসিনা। আগামী বুধবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনের সাধারণ আলোচনায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউ ইয়র্কে প্রথম কর্মসূচিতে সোমবার (১৯ সেপ্টেম্বর) জাতিসংঘের সদর দফতরে উদ্বাস্তু ও অভিবাসনের ওপর সাধারণ পরিষদের প্ল্যানারি বৈঠকে ভাষণ দেন শেখ হাসিনা। এরপর তার সঙ্গে সু চির বৈঠক হয়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম
 

Wordbridge School
Link copied!