• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হিগুয়েনকে ফেরানোর ইঙ্গিত কোচ সামপাওলির


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২৮, ২০১৭, ০৬:৪৪ পিএম
হিগুয়েনকে ফেরানোর ইঙ্গিত কোচ সামপাওলির

ফাইল ছবি

ঢাকা: গঞ্জালো হিগুয়েনকে ছাড়াই বিশ্বকাপ বাছাই পর্বের কঠিন সময় উৎরে গেছে আর্জেন্টিনা। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন এই দলটির কোচের দায়িত্ব গ্রহনের পর থেকেই  জুভেন্টাস তারকাকে দলে পাননি কোচ জর্জ স্যাম্পাওলি। তবে সম্প্রতি এই তারকাকে জাতীয় দলে ফেরানোর ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনার বস।

বোকা জুনিয়র্সের স্ট্রাইকার ড্যারিও বেনেডেট্টোর প্রতিও সমবেদনা জানিয়েছেন সামপাওলি। চলতি মাসের শুরুতে তিনি ইনজুরির কবলে পড়েছেন। স্যাম্পাওলি বলেন,‘ স্বল্প সময়ের মধ্যে হিগুইনের বিষয়টি একটু জটিলতার মধ্যে রয়েছে। মাঝারি সময়ের পর আমার মনে হয় তিনি হয়ে উঠতে পারেন দলের গুরুত্বপুর্ন খেলোয়াড়।’

বেনেডেট্টোর বিষয়ে আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমি তার সঙ্গে কথা বলেছি। এখন তার প্রধান লক্ষ্য হচ্ছে দলে ফিরে আসা। তবে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বর্তমান অবস্থায় তিনি অন্য আক্রমণভাগের খেলোয়াড়দের মত প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।’

প্রসঙ্গত, লিওনেল মেসির অনুপ্রেরনায় ইকুয়েডরকে হারিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে আর্জেন্টিনা। অপরদিকে ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ১০ ম্যাচের সবক’টিতেই জয়লাভের মাধ্যমে বেশ দাপটের সঙ্গেই রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে জার্মানি। যারা ব্রাজিলে অনুষ্ঠিত গত বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়েই শিরোপা ঘরে তুলেছিল।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!