• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
জাতীয় ঐক্য প্রক্রিয়ার লিয়াজোঁ কমিটি হয়নি

হিসাব না চুকিয়ে বিএনপির মঞ্চে নয়


বিশেষ প্রতিনিধি সেপ্টেম্বর ২৮, ২০১৮, ০৩:২৮ পিএম
হিসাব না চুকিয়ে বিএনপির মঞ্চে নয়

ঢাকা : মাঠে নামার আগে বিএনপির সঙ্গে হিসাব-নিকাশ চুকিয়ে নিতে চায় ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন বৃহত্তর জাতীয় ঐক্য। পর্দার অন্তরালে এখন চলছে সেই আলোচনা। বিষয়টির মীমাংসা না হওয়া পর্যন্ত বিএনপির মঞ্চে উঠতে নারাজ জাতীয় ঐক্যের অন্যতম শরিক বিকল্পধারা।

তাদের ভাষ্য, ‘আন্দোলন, নির্বাচন ও সরকার গঠন’ ইস্যুতে ঐক্যবদ্ধ হওয়াসহ বৃহত্তর ঐক্যের সব দাবি-দাওয়া বিএনপিকে এখনই মানতে হবে তা নয়। তবে দাবি পূরণের প্রতিশ্রুতি অবশ্যই দিতে হবে।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসায় জাতীয় ঐক্যের প্রতিনিধিদের বৈঠককালে এসব তথ্য জানান এক নেতা। তবে এ বৈঠকে উপস্থিত ছিলেন না ড. কামাল হোসেন। এ বৈঠকেই জাতীয় ঐক্যের লিয়াজোঁ কমিটি গঠনের কথা ছিল। কিন্তু তা হয়নি। বৈঠক শেষে ব্রিফিংয়ে জানানো হয়, ২৯ সেপ্টেম্বর বিএনপির সমাবেশের পর ওই লিয়াজোঁ কমিটি গঠন করা হবে।

বিএনপি ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার মধ্যে সেতুবন্ধ রচয়িতা গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহসহ আরো একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে এরই মধ্যে চাওয়া-পাওয়ার কথা জানিয়ে দিয়েছেন ড. কামাল ও বি. চৌধুরী। এর মধ্যে আছে বৃহত্তর জোটের নেতৃত্ব নির্ধারণ, আসন ভাগাভাগি ও নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে তাদের অবস্থান ও মেয়াদকাল, স্বাধীনতাবিরোধী জামায়াত প্রসঙ্গ। যুক্তফ্রন্টের তরফ থেকে ১৫০ আসন চাওয়া হয়েছে। সরকার গঠন করলে প্রথম দুই বছর তারাই দেশ চালাবে। পরের তিন বছর বিএনপি।

এসব বিষয় নিয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় আলোচনা হয়েছে। ২০-দলীয় জোটের শরিকদের সঙ্গে আলোচনা করে বৃহত্তর স্বার্থে বড় ধরনের ছাড় দিতে প্রস্তুত আছে দলটি। কারাবন্দি খালেদা জিয়াও সহনীয় যেকোনো শর্ত মেনে সরকারবিরোধী সব রাজনৈতিক শক্তিকে নিয়ে জাতীয় ঐক্য গড়ার নির্দেশ দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।

গত শনিবার মহানগর নাট্যমঞ্চে জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশ ও সম্মিলনে যোগ দিয়েছিল বিএনপি। দলটির শীর্ষস্থানীয় চার নেতা ছাড়াও ২০-দলীয় জোটের নেতারাও তাতে ছিলেন।

যৌথ বৈঠকে অংশ নেওয়া এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিএনপির সঙ্গে জাতীয় ঐক্যের কিছু বোঝাপড়া আছে। কিছু অমীমাংসিত বিষয়ে প্রতিশ্রুতি না আসা পর্যন্ত তাদের ডাকা সভা-সমাবেশে না যাওয়ার সিদ্ধান্ত এখনো রয়েছে। তবে সমাবেশ হতে এখনো কিছুটা সময় বাকি। আলোচনা চলছে, দেখা যাক কী হয়। তিনি আরো বলেন, সূচনালগ্নে আমরা বিএনপির সভায় যোগ দিলে তাদের কাছে চাওয়া-পাওয়ার আর কিছু থাকে না।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!