• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হুমকি ধামকি দিয়ে লাভ নেই


কুষ্টিয়া প্রতিনিধি নভেম্বর ৪, ২০১৭, ০৩:৫০ পিএম
হুমকি ধামকি দিয়ে লাভ নেই

ঢাকা: তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন নিয়ে বিতর্কের অবসান হওয়া যেমন দরকার তেমনি রাজাকার, জঙ্গি, যুদ্ধাপরাধী বিতর্কেরও অবসান হওয়া দরকার।

শনিবার (৪ নভেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, গণতন্ত্রের বিষয় নিয়ে যারা আলোচনা করতে চান, তারা রাজাকার, জঙ্গি ও তেতুল হুজুরদের ত্যাগ করে আলোচনায় আসুন। গণতন্ত্র নির্বাচন নিয়ে আলোচনা হবে। তবে রাজাকার-জঙ্গি, এবং তাদের দোষর বিএনপি ও খালেদা জিয়ার সাথে নয়।

তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনকে মহাজোট সরকার ভয় পায় এক কথা সঠিক নয়। কারণ এদের ভালভাবে বিজয়ের নজির রয়েছে। জনগণ যতদিন চাইবে ততদিন আমরা দেশ পরিচালনার দায়িত্বে থাকব। এইসব ব্যাপারে হুমকি ধামকি দিয়ে লাভ নেই।

এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাসান হাবিব, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!