• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
বিশ্ব পরিবেশ দিবস

হুমকি হয়ে উঠেছে প্লাস্টিক পণ্য


বিশেষ প্রতিনিধি জুন ৫, ২০১৮, ০৮:১৫ পিএম
হুমকি হয়ে উঠেছে প্লাস্টিক পণ্য

ঢাকা : পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে প্লাস্টিক পণ্য। বিপর্যয় এড়াতে এখনই সতর্ক হওয়ার তাগিদ দিচ্ছে পরিবেশ বিজ্ঞানীরা। তারা বলছেন, অপচনশীল এই পণ্যের বিষয়ে সঠিক পদক্ষেপ না নিলে তৈরি হতে পারে অচলাবস্থা।

এবারের বিশ্ব পরিবেশ দিবসের (৫ জুন) প্রতিপাদ্যও তাই.. বিট প্লাস্টিক পলিউশন বা প্লাস্টিক দূষণ ঠেকাও।

শহর থেকে গ্রাম সবখানেই এখন প্লাস্টিক পণ্যের দাপট। প্লাস্টিকের মোড়ক বা বোতলের পণ্যে ভরপুর সুপার শপ থেকে অলিগলির মুদি দোকান।

পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, বছরে ৫ লাখ টনেরও বেশি প্লাস্টিক ব্যবহৃত দেশে। মাথাপিছু ব্যবহার তিন কেজির মতো। অপচনশীল এই দ্রব্য বাণিজ্যিকভাবে সফল হলেও ভয়াবহ হুমকি তৈরি করছে পরিবেশের জন্য।

পলিথিন ব্যাগ, বোতল, প্রসাধনের কৌটা, গৃহস্থালির প্লাস্টিক অথবা বাণিজ্যিকভাবে ব্যবহৃত প্লাস্টিক পণ্যের বেশিরভাগের পুনঃব্যবহার হয় না। ফেলে দেয়ার পর এগুলোর অনেকটাই খাল, নদী বেয়ে চলে যাচ্ছে সাগরে। এতে দেশের অভ্যন্তরের জলাশয়সহ সাগরের প্রাণবৈচিত্র্যও হুমকিতে পড়ছে।

প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনার পাশাপাশি দূষণ কমাতে পণ্যের পুনর্ব্যবহারের ওপর জোর দিচ্ছেন পরিবেশ বিজ্ঞানীরা।

প্লাস্টিকের ব্যবহার কমাতে কঠোর আইন ও জনসচেতনাতা বাড়ানোর তাগিদও দিচ্ছেন বিশেষজ্ঞরা।

সোনালীনিউজ/জেডআরসি/এমটিআই

Wordbridge School
Link copied!