• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হেরেও সুপার সিক্সে রুমানারা


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ১১, ২০১৭, ০৭:১৩ পিএম
হেরেও সুপার সিক্সে রুমানারা

ঢাকা: আইসিসি ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হারের স্বাদ পেলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। শনিবার (১১ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত টুর্নামেন্টের বাছাই পর্বে ‘বি’ গ্রুপে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৬ উইকেটে হারলো রুমানার দল। হারলেও সুপার সিক্স নিশ্চিত বাংলাদেশের মেয়েদের।

এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেয় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা বোলারদের তোপে পড়ে ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত ১৯ বল হাতে রেখে ১০০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। সঙ্গী ছাড়া ব্যাট হাতে দুই ঘন্টা লড়াই করেছেন অধিনায়ক রুমানা আহমেদ। ৪টি চারে ৯৩ বলে সর্বোচ্চ ৩৯ রান করেন রুমানা। এছাড়া সালমা খাতুন ১৬ ও সানজিদা ইসলাম ১৩ রান করেন। দক্ষিণ আফ্রিকার সাবনিম ইসমাইল ও সুনি লুস ৩টি করে উইকেট নেন।

জবাবে ১৪৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে লিজলি লি ৩৪ ও লরা উলভারডেট ৩০ রান করেন।

বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে ১১৮ রানে হারিয়ে উড়ন্ত সূচনা করেছিলো বাংলাদেশ। তবে পরের ম্যাচে পাকিস্তান মহিলা দলের কাছে ৬৭ রানে হেরে যায় তারা। এরপর নিজেদের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। আজ প্রোটিয়াদের কাছে হারলেও, সুপার সিক্স রাউন্ডে খেলা প্রায় নিশ্চিত বাংলাদেশের।

আগামী ১৩ ফেব্রুয়ারি বাছাই পর্বে ‘বি’ গ্রুপের অন্যান্য ম্যাচ শেষ হবার পর নিশ্চিত হবে বাংলাদেশের সুপার সিক্স। পয়েন্ট টেবিলের শীর্ষ তিনে থাকতে পারলেই সুপার সিক্সে উঠবে বাংলাদেশ। বর্তমানে পয়েন্ট টেবিলের তৃতীয়স্থানে রয়েছে বাংলাদেশ।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!