• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হেলিকপ্টারে উড়ে মুন্সীগঞ্জে মাশরাফি


মুন্সীগঞ্জ প্রতিনিধি এপ্রিল ৯, ২০১৮, ০৮:১৩ পিএম
হেলিকপ্টারে উড়ে মুন্সীগঞ্জে মাশরাফি

মঈনউদ্দিন সুমন

মুন্সীগঞ্জ: দেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজা। মাত্র কয়েক দিন আগেই এক মৌসুমে সর্বোচ্চ উইকেট নিয়ে রেকর্ড বুকে নিজের নাম লিপিবদ্ধ করেছেন নড়াইল এক্সপ্রেস খ্যাত এই ক্রিকেটার। তার দল আবাহনীও হয়েছে চ্যাম্পিয়ন। লিগও শেষ হয়েছে, মিলেছে খানিকটা ছুটি। তবে একেবারে অলস সময় কাটাবার ফুসতর নেই। কারণ, তিনি তো আর দশ জনের মতো নন। তাই আমন্ত্রণ পেয়েই ছুটতে হলো মুন্সীগঞ্জে।  

মুন্সীগঞ্জ বিজয় দিবস টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে গেষ্ট অব অনার হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল জাতীয় দলের ওয়ানডে অধিনায়ককে। আমন্ত্রণ রক্ষায় সোমবার (৯ এপ্রিল) দুপুরে হেলিকপ্টারে উড়ে মুন্সীগঞ্জ স্টেডিয়ামে পা রাখেন মাশরাফি। প্রিয় খেলোয়াড়কে কাছে পেয়ে বাঁধ ভাঙ্গা উল্লাসে মেতে ওঠে পুরো ষ্টেডিয়াম গ্যলারি।

এদিন টুর্নামেন্টের ফাইনালে টসে হেরে গজারিয়া উপজেলা প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করেন। জবাবে ১৫২ রানের জয়ের লক্ষে মুন্সীগঞ্জ সদর মাঠে নেমে প্রথম ওভারে উইকেট হারিয়ে চাপের মুখে পরলেও পরবর্তীতে দলকে সামলে নিয়ে তিন বল বাকি থাকতে জয় তুলে নেয় সদর উপজেলা। তবে এ জন্য তাদের খরচা গিয়েছে নয় উইকেট। এক উইকেটে জয়ী হওয়া মুন্সীগঞ্জ সদর উপজেলার মাসুম ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পান।

খেলা শেষে জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. নুরুন্নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৬ ডিসেম্বর জেলার ছয়টি উপজেলার মোট ছয়টি টিম নিয়ে শুরু হয়েছিলো এই টুর্নামেন্ট।

সোনালীনিউজ/মুন্সীগঞ্জ/মঈনউদ্দিন সুমন/জেডআই

Wordbridge School
Link copied!