• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হোটেল ব্যবসার আড়ালে নীলা ও সোনাবানে অনৈতিকতা


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৩, ২০১৭, ১১:৫৩ এএম
হোটেল ব্যবসার আড়ালে নীলা ও সোনাবানে অনৈতিকতা

ফাইল ছবি

ঢাকা: হোটেল ব্যবসার আড়ালে আবাসিক হোটেলগুলোতে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা হয়, এমন অভিযোগ নতুন কিছু নয়। তেমনি এক অভিযোগে রাজধানীর উত্তরায় নীলা ও সোনাবান নামের দু’টি হোটেল অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করা হয়েছে।

এ সময় নীলার ম্যানেজার শহিদুল এবং সোনাবানের ম্যানেজার জাকির পালিয়ে যায় বলেও জানান উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর (অপারেশন) শাহ আলম।

তিনি আরো জানান, “নীলা” ও “সোনাবান” নামে ওই হোটেল দুটিতে অবৈধ কাজ চলছে এমন খবর পেয়ে উপ-পরিদর্শক আনোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় হোটেল নীলা থেকে ৬ তরুণী ও ৮ যুবক এবং হোটেল সোনাবান থেকে ৮ তরুণী ও ৮ যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তাদের মামলা দিয়ে রোববার কোর্টে পাঠানো হবে।

নীলা থেকে আটককৃতরা হল- হেপি, নুসরাত, লতিফা, কামনা, হাসিনা, জান্নাত, মাহফুজ, রেজাউল, বিপ্লব, দিপু, এনামুল, মোশারফ, হিরু ও মোস্তাফিজ।

সোনাবান থেকে আটককৃতরা হল- খুশি, মুক্তা, শিউলী, লিমা,সাথী, সোনিয়া, নূপুর, আয়েশা, হযরত, বাদশা, নূরুদ্দীন, সাইফুল, সাব্বির, মাইনুদ্দীন, আকাশ ও রবিউল।

প্রসঙ্গত, কয়েক মাস আগে হোটেল নীলায় পুষ্প নামে এক নারী খুন হয়। এ বিষয়ে মামলা চলমান রয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!