• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হোল্ডিং ট্যাক্স মওকুফ মুক্তিযোদ্ধাদের


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৭, ২০১৬, ০২:৫৫ পিএম
হোল্ডিং ট্যাক্স মওকুফ মুক্তিযোদ্ধাদের

ঢাকার দুই সিটিতে বসবাসরত মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।

শনিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক উপস্থিত ছিলেন।

দক্ষিণের মেয়র বলেন, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফের পাশাপাশি তাদের জন্য দুই সিটি কর্পোরেশনের উদ্যোগে একটি কল্যাণ তহবিল গঠন করা হবে। এছাড়া ঢাকার প্রতিটি কবরস্থানে মুক্তিযোদ্ধোদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে বলে জানান তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যসহ প্রায় তিন হাজার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপিতত্ব করেন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিলাল। এতে স্বাগত বক্তব্য রাখেন উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মিসবাহুল ইসলাম।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!