• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হোল্ডিং ট্যাক্সে আটকে যাচ্ছে ব্যবসার, বাড়ছে জটিলতা


বিশেষ প্রতিনিধি জুলাই ২১, ২০১৮, ০১:২০ পিএম
হোল্ডিং ট্যাক্সে আটকে যাচ্ছে ব্যবসার, বাড়ছে জটিলতা

ঢাকা: ভবন মালিক হোল্ডিং ট্যাক্স না দেয়ায় ট্রেড লাইসেন্স নবায়ন করতে পারছেন না ভাড়াটিয়া ব্যবসায়ীরা। লাইসেন্স নবায়নে হোল্ডিং ট্যাক্সের কপি জমা দেয়ার শর্তেই দেখা দিয়েছে এই জটিলতা।

রাজস্ব কর্মকর্তা বলছেন, বকেয়া আদায়েই এ শর্ত জুড়ে দিয়েছে সিটি করপোরেশন।

পাঁচ বছর পর পর সিটি করপোরেশন থেকে ব্যবসায়ীকে নিতে হয় নতুন ট্রেড লাইসেন্স বই। ২০১৩ সালে প্রথম নতুন বই ইস্যুতে হোল্ডিং ট্যাক্সের শর্ত জুড়ে দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

চলতি অর্থবছরেও এই শর্ত পূরণে অঠোর অবস্থানে তারা। তবে অনেক ভবন মালিক নিয়মিত হোল্ডিং ট্যাক্স না দেয়ায় জটিলতায় পড়ছেন ভাড়াটিয়া ব্যবসায়ীরা।

২০১৭-১৮ অর্থবছরে চারশো পঁচাশি কোটি টাকার বিপরীতে আদায় হয়েছে দুইশ তিরাশি কোটি টাকা। বকেয়া ২০১ কোটি টাকা সংগ্রহেই এ উদ্যোগ জানিয়েছেন ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা।

আর এই লাইসেন্স নবায়ন না হলে, ব্যবসা বাধাগ্রস্ত হবে উল্লেখ করে সংকট সমাধানে আলোচনার দাবি এফবিসিসিআই সভাপতির।

ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন থেকে প্রতি বছর ৫০ কোটি টাকা আয় করে উত্তর সিটি কর্পোরেশন।


সোনালীনিউজ/জেডআরসি/আকন

Wordbridge School
Link copied!