• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হোস্টেলে বিদেশি ছাত্রীর লাশ


রাজশাহী প্রতিনিধি মার্চ ২৯, ২০১৭, ০৬:০৭ পিএম
হোস্টেলে বিদেশি ছাত্রীর লাশ

রাউধা আথিফ

রাজশাহী: রাজশাহী ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা হোস্টেল থেকে রাউধা আথিফ (২০) নামে এক বিদেশি ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ মার্চ) দুপুর ১২টার দিকে তার লাশ পুলিশ হেফাজতে নেয়া হয় বলে জানান, শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।

রাউধা আথিফের বাড়ি মালদ্বীপে। তার বাবার নাম মো. আতিফ ও মায়ের নাম আমিনা মহাসিমাত। রাউদা এমবিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

হোস্টেল কর্তৃপক্ষের বরাদ দিয়ে ওসি জিল্লুর রহমান জানান, রাউধা মহিলা হোস্টেলের দ্বিতীয় তলার ২০৯ নম্বর রুমে থাকতো। সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে দরজা ভেঙে সহপাঠিদের সহযোগিতায় হোস্টেল কর্তৃপক্ষ লাশ নামায়। এসময় চিকিৎসকরা সেখানে প্রাথমিক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ তাদের হেফাজতে নেয়।

ভোগ ম্যাগাজিনের মডেল রাউধা

রাউধা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।

হোস্টেলের ইনচার্জ লাইলা আক্তার বলেন, বিদেশি কোটার ছাত্রী ছিল রাউধা। বেলা সাড়ে ১১টার দিকে সহপাঠিরা রাউধাকে ডাকতে গিয়ে জানালা দিয়ে ঝুলতে দেখে কর্তৃপক্ষকে খবর দেয়। এসময় দ্রুত দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়।

রাউধা ২০১৬ সালের ১৪ জানুয়ারি ওই রুমে উঠে। ওই ব্লকে শুধু বিদেশি শিক্ষার্থীরা থাকে বলেও জানান তিনি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!