• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘হোয়াইট হাউজ’ ছেড়ে যে বাড়িতে থাকবেন ওমাবা


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ১৩, ২০১৬, ০৪:৩৭ এএম
‘হোয়াইট হাউজ’ ছেড়ে  যে বাড়িতে থাকবেন ওমাবা

মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ‘হোয়াইট হাউজ’-এর হাতবদল হবে আগামী ২০ জানুয়ারি। এ দিন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ওবামা বাড়ি ছাড়বেন, আসবেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ৫২ বছর বয়সে এই বাড়ি ছেড়ে কোথায় যাচ্ছেন তিনি?

ওবামা আগেই বলেছিলেন, হোয়াইট হাউজের খুব দূরে থাকবেন না তিনি। কারণ, মেয়ের হাইস্কুলে পাঠ এখনো শেষ হয়নি। মাঝপথে স্কুল ছাড়াটা সম্ভব নয়। এক প্রকার বাধ্য হয়ে তাই হোয়াইট হাউসের পাশেই বাড়ি নিতে হয়েছে এই মার্কিন প্রেসিডেন্টকে।

ভারতীয় গণমাধ্যম আজকাল জানায়, সরকারি বাসভবন ছেয়ে ৯ বেডরুমের ফ্ল্যাটে উঠবেন ওবামা। আগে যেখানে থাকতেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সচিব জো লোখার্ট। নতুন এই বাড়িতে উঠবেন ২০ জানুয়ারিই। ইটের তৈরি ওই বাড়িতে প্রতি মাসের ভাড়া বাবদ ওবামাকে গুণতে হবে ২২ হাজার ডলার। সাদা বাড়ির মত বড় না হলেও নতুন বাড়ির সামনেও রয়েছে বড় একটি বাগান।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!