• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হোয়াইটওয়াশ করল পাকিস্তান


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২৮, ২০১৬, ১২:০১ পিএম
হোয়াইটওয়াশ করল পাকিস্তান

শেষ পর্যন্ত পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশই হল টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৮ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। মঙ্গলবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ইমাদ ওয়াসিমের বোলিং তোপে পরে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ১৭ রানে জনসন চার্লস (৫), চ্যাডউইক ওয়ালটন (০) ও ফ্লেচারের (৯) বিদায়ের পর খুব বেশি সময় ক্রিজে থাকতে পারেননি ব্রাভোও (১১)। 

দলীয় ৩১ রানে চার উইকেট হারিয়ে চাপে পরা ওয়েস্ট ইন্ডিজের হাল ধরেন মারলন স্যামুয়েলস ও কাইরন পোলার্ড। দুইজন মিলে ৩৭ রানের জুটি গড়ে দলকে ১০৩ রানের পুঁজি এনে দেন। ১৭ বলে ১৬ রান করে পোলার্ড আর ৫৯ বলে ৪২ রানে স্যামুয়েলস অপরাজিত থাকেন। পাকিস্তানের পক্ষে ২১ রানে ৩ উইকেট নেন ইমাদ ওয়াসিম। 

জবাবে ব্যাট করতে নেমে ৪০ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারায় পাকিস্তান। শারজিল খান ও খালিদ লতিফকে ফিরিয়ে দেন অভিষিক্ত পেসার কেসরিক উইলিয়ামস। তবে বাবর আজম ও শোয়েব মালিকের ব্যাটে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে পাকিস্তান। ২৪ বলে ২৭ রান করেন বাবর। ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দেওয়া মালিক ৩৪ বলে করেন ৪৩ রান।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই 

Wordbridge School
Link copied!