• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হ্যান্ডকাফ পরিয়ে চিকিৎসা, আশুলিয়া থানার ওসিকে তলব


আদালত প্রতিবেদক মে ২৯, ২০১৭, ১২:৪৪ পিএম
হ্যান্ডকাফ পরিয়ে চিকিৎসা, আশুলিয়া থানার ওসিকে তলব

ঢাকা : জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের অসুস্থ্য ছাত্র নাজমুলকে চিকিৎরত অবস্থায় হাতকড়া পড়ানো কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারী করেছেন হাইকোর্ট।

এ বিষয়ে পত্রিকায় প্রতিবেদন আমলে নিয়ে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ স্বত: প্রণোদিত হয়ে সোমবার (২৯ মে) এ আদেশ দেন।

প্রকাশিত  প্রতিবেদনটি আদালতে উপস্থাপন করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট সচিব, পুলিশের আইজি, আশুলিয়া থানার ওসিসহ সংশ্লিষ্টদেরকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আগামী ১ জুন ওসিকে আদালতে এসে হাতকড়া পড়ানোর বিষয়ে ব্যাখা দিতে বলা হয়েছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!