• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১০ টাকা দিয়ে চাইনিজ খাওয়ার কথা ভোলেননি শচীন


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২২, ২০১৭, ০৫:৫১ পিএম
১০ টাকা দিয়ে চাইনিজ খাওয়ার কথা ভোলেননি শচীন

ঢাকা: তিনি ভারতীয় ক্রিকেট তো বটেই বিশ্ব ক্রিকেটেরই আইকন। তাঁর কথা অনেকেরই কাছেই বাণী। তিনি শচীন রমেশ টেন্ডুলকার। টেস্ট-ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক। দু’ধরণের ক্রিকেটেই সবচেয়ে বেশি সেঞ্চুরি। সেই শচীন যে ভোজনরসিক ছিলেন, তা জানা গেল এত দিন পর। 

মনের মধ্যে তীব্র বাসনা থেকে ‘ক্রিকেট ঈশ্বর’ চাইনিজ খাবার চেখে দেখেছিলেন ৯ বছর বয়সে। এটি খেতে গিয়ে তাঁর খারাপ অভিজ্ঞতা হয়েছিল। যেটি শচীনের এখনো মনে হলে হাসেন। 

সালটা ১৯৮০। সবে চাইনিজ খাবার আসতে শুরু করেছে। শচীন ও তাঁর বন্ধুরা একবার পরিকল্পনা করেন, কেমন এই খাবার, চেখে দেখতে হবে। নিজের বই ‘চেজ ইওর ড্রিম’-এ নিজের ছোট বেলার সেই কথা জানান এই কিংবদন্তি। তিনি বলেন, ‘আমরা প্রত্যকে ১০ টাকা করে দিয়ে এক রেস্তোঁরায় খেতে যাই। সেই সময় দশ টাকাটাই আমার কাছে অনেক ছিল। নতুন কিছু চেখে দেখার জন্য প্রচণ্ডভাবে মুখিয়ে ছিলাম আমি।’

কিন্তু প্রথম অভিজ্ঞতা শচীনের ভালো ছিল না। সে কথা উল্লেখ মাস্টার ব্লাস্টার বলেন,‘ স্টার্টারে আমার চিকেন এবং সুইট কর্ন সুপ অর্ডার করি। অনেকে মিলে একটা বড় টেবিলে বসেছিলাম আমরা। ফলে সেই সুপ আমার কাছে আসার আগে প্রায় পুরোটাই শেষ হয়ে গিয়েছিল। গ্রুপে যারা বড় ছিল তারাই অধিকাংশটা শেষ করে দিয়েছিল।’

এখানেই না থেমে শচীন বলে চলেন, ‘একই রকম হয়েছিল যখন আমরা ফ্রাইড রাইস এবং নুডলস অর্ডার করেছিলাম। খুব বেশি হলে আমি প্রত্যকটি থেকে দু’চামচ করে পেয়েছিলাম। আমাদের গ্রুপের বড়দের জন্য সন্ধ্যাটা ভালই কেটেছিল, কিন্তু আমি প্রচণ্ড খিদে নিয়েই বাড়ি ফিরেছিলাম।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!