• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

১০ বছর পর দেশ বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে


কুষ্টিয়া প্রতিনিধি নভেম্বর ২০, ২০১৭, ০৭:১৫ পিএম
১০ বছর পর দেশ বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে

কুষ্টিয়া: প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের আয়োজনে ও কুষ্টিয়া সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় দেশব্যাপী ‘কৃষি সম্প্রসারণ বাতায়ন’-এর মাসব্যাপী পাইলটিং সম্পৃক্তকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ নভেম্বর) বিকাল ৩টায় কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ চন্ডি দাস কুন্ডু। এ সময় তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার কৃষি বন্ধব সরকার। এ সরকারের আমলে দেশে কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। কৃষি ক্ষেত্রে দেশ অনেক এগিয়েছে। এখন দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ।

শস্য উৎপাদনে কৃষকরা অনেক সফলতা অর্জন করেছে। তারা জৈব সার ব্যবহার করার কারণে শস্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। কৃষি জমির সংখ্যা কমে গেলেও প্রযুক্তি ব্যবহার করে শস্য উৎপাদন বৃদ্ধি করছে। কৃষকদের সফলতা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য মননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটুআই প্রোগ্রামের মাধ্যমে কৃষি বাতায়ন চালু করেছে।

ডিজিটালের উন্নয়নের ছোঁয়ায় আজ থেকে আগামী ১০ বছর পর এ দেশ আরো উন্নয়নের দেশ হিসেবে বিশ্বের কাছে মাথা উচু করে দাঁড়াবে। কৃষিক্ষেত্রসহ সককল সেক্টরেই আমুল পরিবর্তন ঘটবে বলেও উল্লেখ করেন তিনি।

সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শাকিব আল রাব্বির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিনয় কৃষ্ণ দেবনাথ, অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ ড. হায়াৎ মাহমুদ প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন। প্রজেক্টরের মাধ্যমে কৃষি বিভাগের বিভিন্ন বিষয়ে উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই’র প্রোগ্রামার মো. সামিউর রহমান, মো. বায়েজিদ।

সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশের পরিচালনায় সেমিনারে অংশগ্রহণ করেন সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, সচিব, জনপ্রতিনিধি, মেম্বার, কৃষি সম্প্রসারণ দপ্তরে বিভাগের কর্মকর্তাসহ কৃষকবৃন্দ।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!