• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

১০ লাখ টাকা ঘুষ : চাকরিচ্যুত ইউজিসি’র দুই কর্মকর্তা


বিশেষ প্রতিনিধি সেপ্টেম্বর ৬, ২০১৬, ০৪:৪০ পিএম
১০ লাখ টাকা ঘুষ : চাকরিচ্যুত ইউজিসি’র দুই কর্মকর্তা

খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি প্রকল্প থেকে ১০ লাখ টাকা ঘুষ চাওয়ায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। তারা হলেন, ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক নাছিমা রহমান ও একই বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালক আতোয়ার রহমান।

গত ৩১ আগস্ট এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। জানা যায়, গত জুন মাসের শেষ সপ্তাহে খুলনা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে গিয়ে ইউজিসি’র ওই দুই কর্মকর্তাসহ শিক্ষা মন্ত্রণালয়ের আরও দুই কর্মকর্তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ১০ লাখ টাকা ঘুষ চান।

পরে ১০ লাখ টাকা ঘুষ চেয়েছেন বলে উল্লেখ করে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ফায়েকুজ্জামান একটি লিখিত অভিযোগ পাঠান মন্ত্রণালয় ও ইউজিসিতে। এর পরপরই গত ৩ মে মন্ত্রণালয় ও ইউজিসি দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করে। এ সময় ইউজিসি’র ওই দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। তদন্ত শেষে অভিযুক্ত ইউজিসি’র ওই দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হলো।

এ বিষয়ে ইউজিসি’র চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, ‘অন্যায় করে কেউ পার পাবেনা। এটা তারই উল্লেখযোগ্য দৃষ্টান্ত’।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Wordbridge School
Link copied!