• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১০ সেপ্টেম্বর ‘কোরবান আলীর কোরবানী’


বিনোদন প্রতিবেদক সেপ্টেম্বর ৮, ২০১৭, ০৪:৪৪ পিএম
১০ সেপ্টেম্বর ‘কোরবান আলীর কোরবানী’

ঢাকা: বেশকিছু নাটেকের সফল পরিচালক মনির হোসেন জীবনের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হল ঈদের বিশেষ নাটক ‘কোরবান আলীর কোরবানী’ কোরবানীর ঈদের গরুর কাহীনি নিয়ে নির্মিত হয়েছে ‘কোরবান আলীর কোরবানী’।

নাটকটি সম্পর্কে পরিচালক মনির হোসেন জীবন বলেন, কোরবানী নিয়ে আমাদের সমাজে নানা সুখ-দুখ, আনন্দ-বেদনার গল্প রয়েছে। এমনি একটি গল্প ‘কোরবান আলীর কোরবানী’। নাটকটি দেখে বিনোদনের পাশাপাশি নাটকটিতে জীবনের বাস্তবতা খুঁজে পাবে।

‘কোরবান আলীর কোরবানী’ নাটকের একটি দৃশ্য

সম্প্রতি বিক্রমপুরের বিভিন্ন মনোরম লোকেশানে নাটকটির চিত্রধারন করা হয়েছে। ঈদের অনুষ্ঠানমালায় রবিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে নাটকটি এটিএন বাংলায় প্রচার হবে।

সৃজন টেলিফিল্ম-এর ব্যানারে নির্মিত হয়েছে ‘কোরবান আলীর কোরবানী’। নাটকের নাম ভুমিকায় অভিনয় করেছেন মীর সাব্বির। এছাড়াও অভিনয় করেছেন অহনা, বাবুল আহমেদ, রোদেলা, জয়া চৌধুরীসহ অনেকে।

‘কোরবান আলীর কোরবানী’ নাটকের একটি দৃশ্যে অহনা ও  মীর সাব্বির

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!