• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

১১২ মিলিয়ন ইউরো খরচ করেও মিলছে না জাভি


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৫, ২০১৭, ০৬:১৪ পিএম
১১২ মিলিয়ন ইউরো খরচ করেও মিলছে না জাভি

ঢাকা: ক্যারিয়ারের প্রায় পুরোটাই বার্সেলোনায় কাটিয়েছেন জাভি হার্নান্দেজ। কাতালান ক্লাবটির যুব একাডেমি থেকে উঠে আসা এই তারকার কাছে এক সময় বার্সেলোনা ছিল আপন ঘরের চেয়েও বেশি কিছু। ২০১৫ সালে বার্সা অধ্যায়ের সমাপ্তি টেনেছেন এই স্প্যানিশ মিডফিল্ডার। এরপর আর নতুন জাভিকে ১১২ মিলিয়ন ইউরো খরচ করেছে ক্লাবটি। কিন্তু একজন জাভি খুজে পায়নি।

জাভির বদলে সার্জিও বুসকেটস, আন্দ্রেস ইনিয়েস্তা আর ইভান রাকিটিসকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। কিন্তু তার অভাব কি পুরণ হয়েছে? সেটা যে হয়নি গত রোববার রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে সেটিই প্রমাণ হয়েছে আরও একবার।

জাভির শূন্যতা পূরণে  ৩৪ মিলিয়ন ইউরো খরচ করে কিনেছে আরদা তুরানকে। ৩৫ মিলিয়ন ইউরোতে আন্দ্রে গোমেজকে নিয়েছে। সর্বশেষ ৪০ মিলিয়নে ব্রাজিলের পওলিনহো এসেছেন। সব মিলিয়ে ইতোমধ্যেই খরচ হয়ে গেছে ১১২ মিলিয়ন ইউরো। বার্সা সমর্থকরা যেন ধরেই নিয়েছেন, জাভির শূন্যতা পূরণ করা সম্ভব নয়!

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!