• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১২ বছরের কিশোরীর সৌন্দর্যে মুগ্ধ বিশ্ব


আন্তর্জাতিক ডেস্ক মে ২৯, ২০১৭, ০২:২৭ পিএম
১২ বছরের কিশোরীর সৌন্দর্যে মুগ্ধ বিশ্ব

ঢাকা: মাত্র ১২ বছর বয়সেই সৌন্দর্যের ঝলকে বিশ্ববাসীর মন কেড়েছে ভারতের কিশোরী। ইতিমধ্যে বেশ কয়েকটি সৌন্দর্য প্রতিযোগিতায় খেতাবও জিতেছে। এ বার লিটল মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করতে চলেছে সে। 

পদ্মালয়া নন্দা নামের ওই কিশোরী ওড়িশার কটকের মেয়ে। সে স্থানীয় স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ে। মেধাবী ছাত্রী পদ্মালয়ার ছোট থেকেই লেখাপড়ার পাশাপাশি মডেলিং আর ফ্যাশন ডিজাইনিং-এর শখ। ছোটবেলা থেকেই বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেয় সে।

এর আগে কেরলের কোঝিকোড়ে ‘জুনিয়র মডেল ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছে পদ্মালয়া। ওই প্রতিযোগিতায় খেতাবও জিতেছে। এ ছাড়াও ভারতের বেস্ট প্রি-টিন জেএমআই (পিপল্‌স চয়েস), বেস্ট প্রি-টিন জেএমআই (চয়েস অব জুরি)-এর মতো একাধিক প্রতিযোগিতায় জয়ী পদ্মালয়া এ বার লিটল মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পেয়েছে। জর্জিয়ার বাতুমিতে ওই প্রতিযোগিতায় অংশ নেবে বিশ্বের আরও ১৬ টি দেশের প্রতিযোগীরা।

ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে পদ্মালয়া

জর্জিয়া যাওয়ার আগে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে দেখা করে পদ্মালয়া।

পদ্মালয়ার বাবা সুপ্রিম কোর্টের আইনজীবী প্রসন্নকুমার নন্দা। মা সুভাসুন্ধা প্রিয়দর্শিনী, পেশায় চিকিৎসক। তা সত্ত্বেও মেয়ের মডেলিংকে সমর্থন এবং উৎসাহ দিতে কমতি করেননি তারা। লিটল মিস ইউনিভার্স-এ মেয়ের সাফল্য চাইছেন। সূত্র: ইন্ডিয়ান টামইস, আনন্দবাজার।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!