• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

১২ হাতের দুর্গামূর্তি রূপে মমতা!


আন্তর্জাতিক ডেস্ক  অক্টোবর ৫, ২০১৬, ০৭:৫৪ পিএম
১২ হাতের দুর্গামূর্তি রূপে মমতা!

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুকরণে দেবী দুর্গার মূর্তি তৈরি করা হয়েছে। পশ্চিমবঙ্গর নদীয়া জেলার চকদহতে তৈরি করা হয়েছে এই মণ্ডপ।

বুধবার (৫ অক্টোবর) চকদহের প্রান্তিক ক্লাবে বুধবার ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতার এই মূর্তি উন্মোচন করা হয়। আয়োজকরা মণ্ডপে প্রচুর দর্শক প্রত্যাশা করছেন। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্রেডমার্ক সাদার মধ্যে নীল পাড়ওয়ালা শাড়ি পরিহিত দেবী দুর্গার ১০টি হাতে মুখ্যমন্ত্রী হিসেবে মমতার ১০ কীর্তির কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি মূর্তিতে মমতার ‘মানবীয়’ দুই হাতও রাখা হয়েছে। 

প্রতি বছর দুর্গাপূজার সময়ে উদ্ভাবনী সব মণ্ডপ, প্যান্ডেল ও মূর্তি দেখা যায় পশ্চিমবঙ্গে। চকদহের পূজা কমিটির তৈরি করা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে তৈরি মূর্তির সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য হচ্ছে, এর ১২টি হাত। সূত্র : হাফিংটন পোস্ট।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Wordbridge School
Link copied!