• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

১৩ বছরের আক্ষেপ ঘুচল না নিউজিল্যান্ডের


ক্রীড়া ডেস্ক মার্চ ২৯, ২০১৭, ০৬:০৪ পিএম
১৩ বছরের আক্ষেপ ঘুচল না নিউজিল্যান্ডের

ঢাকা: হ্যামিল্টনের সেডন পার্কে ১৩ বছরের আক্ষেপ ঘোচাতে যাচ্ছিল নিউজিল্যান্ড। কিন্তু বেরসিক বৃষ্টি সবকিছু পানিতে ধুয়ে দিয়ে গেল। কিউইদের হতাশায় ডুবিয়ে তৃতীয় ও শেষ টেস্টটি ড্র  হল। আর তাতে ১৩ বছরের আক্ষেপ রয়েই গেল নিউজিল্যান্ডের।

দীর্ঘসময় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়খরা কাটানোর সুবর্ণ সুযোগ পেয়েও হাতছাড়া করতে হল। একই সঙ্গে ০-১ ব্যবধানে হেরে নিউজিল্যান্ডকে সিরিজও বিসর্জন দিতে হয়েছে। মঙ্গলবার চতুর্থ দিনশেষে জয়ই দেখতে পাচ্ছিল নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৩১৪ রানের জবাবে কিউইরা স্কোরবোর্ডে জমা করেছিল ৪৮৯ রান। ১৭৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৮০ রান তুলতেই প্রোটিয়াদের চলে যায় ৫ উইকেট।

এরকম ম্যাচের শেষ দিনে জয়ের স্বপ্ন দেখা বাড়াবাড়ি নয়। কিন্তু বৃষ্টি নিউজিল্যান্ডকে জয়বঞ্চিত করল। পরাজয়ের ম্যাচে অনবদ্য ১৭৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরার সান্ত¡না পুরস্কার পেয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।  

ডানেডিনে দু’দলের প্রথম টেস্টটি ড্র হয়েছিল। ওয়েলিংটন টেস্ট ৮ উইকেটে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। শেষে হ্যামিল্টন টেস্ট ড্র হওয়ায় সিরিজই পকেটে পুরেছে  ফ্যাফ ডু প্লেসির দক্ষিণ আফ্রিকা।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি

Wordbridge School
Link copied!